সম্মানিত অভিভাবক ও স্নেহভাজন শিক্ষার্থীবৃন্দ ,
আসসালামু আলাইকুম ।
দেওয়ান মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় বৃহত্তর শরীরয়তপুর ভালোবাসায় সিক্ত , শিক্ষাবান্ধব পরিবেশে অসংখ্য ছাত্র-ছাত্রীর কলরবে মুখরিত, গোসাইরহাট থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত একটি প্রতিষ্ঠান । যথোপযুক্ত শিক্ষা প্রদানকে প্রতিষ্ঠানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়ে থাকে । এখানে মাল্টিমিডিয়ার মাধ্যমে দক্ষ শিক্ষকমন্ডলীর দ্বারা ক্লাস পরিচালনা করা হয় । কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে ছাত্র-শিক্ষক , অভিভাবক ও পরিচালনা পর্ষদ-এর চতুর্মুখী প্রচেষ্টার উপর । আমাদের এ প্রচেষ্টা নিরন্তন ও সার্বক্ষণিক।
অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, প্রতি বছর এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবিস্মরণীয় সাফল্য অর্জন করে আসছে। এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে । ১৯৭২ সালে মাত্র কয়েক জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 300 (তিনশত) এর বেশি । বোর্ড পরীক্ষায় এ প্রতিষ্ঠানের পাসের হার সন্তোষজনক । প্রতি বছর উলেখযোগ্য সংখ্যক ছাত্র-ছাত্রী বুয়েট , সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে ।
সহশিক্ষামূলক কার্যক্রমের গুরুত্বকে এখানে মোটেও খাটো করে দেখা হয় না । এ কথার প্রমাণ পাওয়া যাবে প্রত্যেক বৃহঃস্পতিবারের দিকে লক্ষ করলে । বৃহঃস্পতিবার সাপ্তাহিক পরীক্ষা শেষে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, বিতর্ক, উপস্থিত বক্তৃতা প্রভৃতির অনুশীলন করে এবং ক্রিকেট, ফুটবল, ক্যারাম, দাবা, ভলিবল ইত্যাদি খেলায় অংশগ্রহণ করে থাকে । তাছাড়াও বিভিন্ন জাতীয় দিবসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে । শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যায় আবদ্ধ না রেখে চৌকশ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য ।
দেওয়ান মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় দেশের দক্ষিণ-পশ্চিম জনপদে শিক্ষাবিস্তারের বিশেষ অবদান রাখতে অঙ্গিকারবদ্ধ। শিক্ষা জাতির মেরুদন্ড । এ কথাটি এ প্রতিষ্ঠানের সকল শিক্ষক , কর্মকর্তা , কর্মচারী ও পরিচলনা পর্ষদ অন্তরে ধারণা করে । আমরা শিক্ষা বিস্তার অবিস্মরণীয় অবদান রাখতে চাই । আমরা সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশী ।
সভাপতি
দেওয়ান মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ।
মাছুয়াখালী, গোসাইরহাট,
শরীয়তপুর।